ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
রংপুর ব্যুরো: আজ শনিবার দুপুরে রংপুরের কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
স্কুলটির প্রধান শিক্ষক নিশাদ নাহার বিটিসি নিউজকে জানান, স্কুলের শ্রেণির কক্ষে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্র রাশেদকে মারধর করেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান হিমেল। এতে বাধা দিলে শ্রেণি শিক্ষক গোলাম মোস্তফাকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয় সে।
তিনি আরও জানান, এসে (শিক্ষক) জিজ্ঞাসা করলো আমার স্কুলের বাচ্চাকে মারছেন কেনো। এটা বলতেই শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেলো।
পাশাপাশি সকল শিক্ষার্থীকে বের করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেয় হিমেল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.