বিটিসি স্পোর্টস ডেস্ক: বায়ার লেভারকুজেনকে ফের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয়ের পর দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ আটের মঞ্চে বায়ার্ন।
বায়ার্নের জয়ের নায়ক হ্যারি কেইন। নিজে একটি গোল করার পর আলফুঁস ডেভিসের গোলে অবদান রাখেন ইংলিশ তারকা।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। কাছ থেকে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।
প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়লেন কেইন। তার আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে।
ডেভিস ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ডিফেন্ডার।
ই নিয়ে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বায়ার্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ফেইনুর্ডকে ২-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে ইতালিয়ান ক্লাবটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.