চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হত্যা : ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (১৩ মে) ভোরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১-এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে খন্দকার মফিজুর রহমান ও আলকরা গ্রামের নাসির আহমদের ছেলে রেজাউল করিম বাবুল।
সোমবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের কোম্পানি অধিনায়ক, উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি রাতে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এ মামলায় রোববার কুমিল্লা আদালতে ৯ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক ছিলেন। রায়ের পরই র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। রায়ের খবরে পালিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.