বিটিসি বিনোদন ডেস্ক: ভারতের প্রখ্যাত কমেডিয়ান অভিনেতা জনি লিভার। পর্দায় অসংখ্য সিনেমায় নিজের হাস্যরসের জাদুতে মাত করে রেখেছেন কোটি অনুরাগীদের। তার কন্যা জ্যামি লিভারও একজন প্রতিভাবান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, মিমিক্রি শিল্পী ও অভিনেত্রী। তিনিও বলিউডে তাঁর স্বকীয় স্টাইল ও হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।
তবে হাসিখুশি জ্যামি শৈশবে হয়েছেন বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি। যা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তিনি।
জ্যামি জানান, শৈশবে তার সামনেই হস্তমৈথুন করেছিলেন এক ব্যক্তি। আরেকবার এক ব্যক্তি নিজের গোপনাঙ্গ দেখিয়ে বিব্রত করেছিলেন তাকে।
হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব স্মৃতি স্মরণ করেন জ্যামি।
শৈশবের সেই ভয়ঙ্কর ঘটনার কথা স্মরণ করে জ্যামি জানান, কীভাবে একদিন এক ব্যক্তি স্কুলের বাইরে এসে তার সামনে হস্তমৈথুন করতে শুরু করে। জ্যামি বলেন, “আমার ড্রাইভার আমাকে গাড়িতে বসতে বলেছিল। আমি আমার বন্ধুর সাথে পিছনের সিটে বসেছিলাম এবং আমরা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম।
একজন লোক এসে আমাদের গাড়ির কাছে এসে দাঁড়াল। সে তার গোপাঙ্গ বের করে প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে। আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে কী ঘটছে তা বুঝতে পারছিলাম না। আমি কাঁপছিলাম কারণ আমি ভেবেছিলাম তিনি গাড়ির দরজা খুলবেন বলে হাত বাড়িয়েছিলেন। আমি তখন ভয়ের চোটে দরজা বন্ধ করে দিই এবং যখন সে বুঝতে পারল যে আমরা তাকে দেখতে পাচ্ছি না, তখন সে চলে গেল।
জ্যামি আরও বলেন, ‘এটা খুবই বিরক্তিকর ছিল। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ১০-১২ বছর। আমি আমার বাবা-মাকে বলিনি কারণ আমি জানতাম না কী ঘটেছে। এমনকি আমি আমার বন্ধুর সাথে এটি নিয়ে আলোচনা করিনি কারণ আমরা খুব বিরক্ত ছিলাম।’
আরেকটি ঘটনার কথা বলতে গিয়ে জ্যামি বলেন, ‘একবার আমি আন্ধেরি স্টেশন থেকে আসছিলাম এবং একজন লোক আবার তার গোপনাঙ্গ দেখায়। আমার বন্ধু আমাকে টেনে তুলল এবং আমাকে চলে যেতে বলল। এই সব জিনিস বিরক্তিকর। এখন আমার মনে হয়, তখন সাহস করে প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল।’
জ্যামি বলেন, ‘সত্যি কথা বলতে, এটা ছিল দুঃস্বপ্নের মতো। এসব ভয়ঙ্কর ঘটনার কারণে আমি বহু বছর কোনও পুরুষকে আমার কাছে আসতে দিইনি। ডেটিং, সম্পর্ক ইত্যাদি সবই হয়েছে অনেক পরে। আমি যখন স্নাতকোত্তর পড়ার জন্য লন্ডনে গিয়েছিলাম তখন আমি মুখ খুলেছিলাম।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.