চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম ভাষা সৈনিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সম্মাননা পদক ও স্বর্ণ পদক লাভ করেছেন।
আবারও তিনি বিশ্ব বরেণ্য নেতা ইয়াসির আরাফাত স্মৃতি সম্মাননা পদকে ভূষিত হয়েছে। গত ৫ মে চেয়ারম্যান মো. বেনাউল ইসলামকে এই পদকে ভূষিত করেন বিশ্ব বাংলা ও বাঙালি পরিষদ। ওইদিন ঢাকাস্থ নাহার প্লাজার পামপি চাইনিজ রেস্টুরেন্টে এই সম্মাননা পদক তুলে দেয়া হয় চেয়ারম্যান বেনাউলের হাতে। বাশিসাসাপ’র সভাপতি মো. গোলাম রাব্বানী খানের সভাপতিত্বে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা ও বাঙালি পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক, সভাপতি ভাষা সংগ্রামী সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার ভাষা সৈনিক মো. রফিকুজ্জামান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.