চেলসির বুক কাঁপিয়ে হারলো লুটন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লুটন টাউনের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সহজ জয় নিয়ে ঘরে ফেরার আভাস দিয়েছিল তারা। কিন্তু রেলিগেশন অঞ্চলে থাকা দলটি লড়াই করে ঘুরে দাঁড়ায়। শেষ ১০ মিনিটে দুই গোল করে চেলসির বুক কাঁপিয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্লুরা।
প্রতিপক্ষের মাঠে আগের চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ হেরে গিয়েছিল চেলসি। ৩-০ গোলে এগিয়ে থেকে নিশ্চিতভাবে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পথে ছিল তারা। কিন্তু সাত মিনিটের ব্যবধানে তাদের জাল দুইবার কাঁপায় লুটন।
চেলসির সাবেক মিডফিল্ডার রস বার্কলে ৮০তম মিনিটে আলফি ডাউটির কর্নার থেকে হেড করে লুটনের ব্যবধান কমান। সাত মিনিট পর এলিজা আবেদায়ো ব্যবধান কমিয়ে আনলে ম্যাচে উত্তেজনা ফেরে। কিন্তু সমতা আনতে পারেনি তারা।
এই জয়ে চেলসি দশম স্থানে। ১৮তম  স্থানে থেকে রেলিগেশন অঞ্চলে লুটন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.