চেলসির বুক কাঁপিয়ে হারলো লুটন
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লুটন টাউনের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সহজ জয় নিয়ে ঘরে ফেরার আভাস দিয়েছিল তারা। কিন্তু রেলিগেশন অঞ্চলে থাকা দলটি লড়াই করে ঘুরে দাঁড়ায়। শেষ ১০ মিনিটে দুই গোল করে চেলসির বুক কাঁপিয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্লুরা।
প্রতিপক্ষের মাঠে আগের চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ হেরে গিয়েছিল চেলসি। ৩-০ গোলে এগিয়ে থেকে নিশ্চিতভাবে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পথে ছিল তারা। কিন্তু সাত মিনিটের ব্যবধানে তাদের জাল দুইবার কাঁপায় লুটন।
১২তম মিনিটে লুটন ডিফেন্ডার ইসা কাবোরের ভুলের সুযোগ নিয়ে আড়াআড়ি শটে চেলসিকে এগিয়ে দেন পালমার। ৩৭তম মিনিটে লেভি কলউইলের বাড়ানো বলে তিনি পাস দেন নোনি মাদুয়েকেকে। কিছুটা জায়গা খুঁজে নিয়ে লুটন কিপার থমাস কামিনস্কিকে পরাস্ত করেন মাদুয়েকে। আবারও দুজনের সৌজন্যে তৃতীয় গোলের দেখা পায় চেলসি। মাদুয়েকের ডিফেন্স চেড়া পাসে ঠাণ্ডা মাথায় ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পালমার।
Comments are closed, but trackbacks and pingbacks are open.