চেলসিকে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর অনেক সময় পেল চেলসি। সময় নিয়ে পরবর্তীতে একটু গুছিয়ে উঠলেও ব্যবধান ঘোচাতে পারল না দলটি। প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল আর্সেনাল।
অ্যামিরেটস স্টেডিয়ামে রোববার লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। একমাত্র গোলটি করেছেন মিকেল মেরিনো।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পরের দুই ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারায় আর্সেনাল। অবশেষে, লিগে টানা তিন ম্যাচের হতাশার পর জয়ের পথে ফিরতে পারল তারা।
লিগ টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও কমাল গত দুইবারের রানার্সআপরা। ২৯ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ঘুরে দাঁড়ানোর অভিযানে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রবল চাপ তৈরি করে আর্সেনাল। চেলসিকে পুরোপুরি কোণঠাসা করে রেখে ২০তম মিনিটে এগিয়ে যায় তারা। মার্টিন ওডেগোরের কর্নারে হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।
ধীরে ধীরে গুছিয়ে ওঠা চেলসি ৩৭তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে। মার্ক কুকুরেইয়ার শট সোজাসুজি হওয়া সত্ত্বেও ধরতে গিয়ে তালগোল পাকান দাভিদ রায়া, বল তার হাত ফসকে দূরের পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে বেঁচে যায় আর্সেনাল।
৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেরিনো। তার ভলি একেবারে গোললাইন থেকে কোনোমতে আটকান গোলরক্ষক রবের্ত সানচেস।
বাকি সময়ে চেলসি পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। লিগে অ্যাওয়ে ম্যাচে তাদের বাজে পথচলা আরও লম্বা হলো; প্রতিপক্ষের মাঠে সবশেষ ছয় ম্যাচের চারটিতে হারল তারা, অন্য দুটি ড্র।
২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।

Comments are closed, but trackbacks and pingbacks are open.