দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকায় একটি গোয়ালঘর থেকে এ বারগুলো জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছে। এমন খবরে অভিযান চালায় বিজিবি।
এসময় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হুদা পাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুনের (৩৫) বাড়ির কাছে একটি পরিত্যাক্ত গোয়ালঘরে তল্লাশি চালায়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা গোয়াল ঘরের ভেতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে। পরে প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। জব্দ হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.