চুনারুঘাটে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য এমপি প্রার্থী এড. তাজুল ইসলাম

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব এবার চুনারুঘাট উপজেলায় ১৩টি চা বাগান সহ সর্বমোট ৮৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তন্মধ্যে ১১টি ব্যক্তিগত ও ৭২টি সার্বজনিন। এসব পূজা মন্ডপে পূজা উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য উপজেলা প্রশাসন আইন শৃংখলা বাহিনী ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বিটিসি নিউজকে জানান, প্রতিটি পূজা মন্ডপেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তামূলক দায়িত্ব পালন করছে।
এ দিকে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও গ্রামের আলহাজ্ব রইছ উদ্দিনের সুযোগ্য সন্তান ও চুনারুঘাট-মাধবপুর আসনের সম্ভাব্য এম.পি পদপ্রার্থী এড. মোহাম্মদ তাজুল ইসলাম আজ সোমবার চুনারুঘাট উপজেলার ৮৩টি পূজা মন্ডপে সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী, যুবলীগ নেতা কাউছার, ২নং আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, নালুয়া চা বাগানের শ্রমিক নেতা যুবরাজ ঝরা, নালুয়া চা বাগানের টিলা ইনচার্জ আবুল বশর তালুকদার, সাংবাদিক ফারুক মিয়া প্রমুখ। এ সময় এম.পি প্রার্থী এড. তাজুল ইসলাম সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.