ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে কেউ মালামাল সরানোর চেষ্টা করছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদজুমা ২টার দিকে আগুনের খবর পায় স্থানীয় লোকজন। এরপর চুনারুঘাট ফায়ার সার্ভিসেরবিজয় সিংহের নেতৃত্বে একদল দমকলকর্মী গাড়ি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, দুপুরদেড়টায় তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সর্ট সার্কিট কিংবা চায়ের কেতলি থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.