চুক্তি না হলে রমজানেও হামলা অব্যাহত রাখবে ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে নতুন চুক্তি না হলে রমজানেও গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
জেরুজালেমে সংবাদ সম্মেলনে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ জানান, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনেকটা অগ্রগতি হয়েছে। তবে এ মাসের মধ্যে এই চুক্তি না হলে আগামী মাসে রমজানে মুসলিম অধ্যুষিত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চুক্তি নিয়ে আলোচনা করতে কাল প্যারিস সফরে যাচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস।
এদিকে, মিশর সীমান্তের কাছে রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের বেশ কয়েকজন নিহত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১৮ ফিলিস্তিনি। 
এ নিয়ে গেল ১৩৭ দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩শ’ ছাড়িয়েছে।  নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। উদ্বাস্তু হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.