ঢাকা প্রতিনিধি: বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের চলতি মাসের শেষ দিকে দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে আজ বুধবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
বিএনপির নির্ভরযোগ্য একটা সূত্রমতে, চলতি মাসের শেষ দিকে ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলোর সমন্বয়ে একটা টিম চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.