বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিকারক এবং আম ব্যবসায়ীদের সাথে রপ্তানিযোগ্য আমের বাগান পরিদর্শন, স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবন্ধকতা দূর করতে মতবিনিময় সভা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভার আগে সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় রপ্তানিযোগ্য বিভিন্ন আমের বাগান পরিদর্শন করেন রপ্তানি উন্নয়নব্যুরো’র ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান (অতিরিক্তি সচিব) মোঃ আনোয়ার হোসেন। চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সফর করেন ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইখতেখারুল ইসলাম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুনজের আলম মানিক, আম চাষী সাংবাদিক মোঃ আহসান হাবিব, আমচাষী আঃ অহাব, মোঃ আতিকুর রহমান, মোঃ ইউসুফ আলীসহ অন্যরা।
সভায় আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। মান ও প্যাকেজিংয়ে উন্নতি এনে আমরা বৈদেশিক বাজারে অবস্থান শক্ত করতে চাই। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কৃটনীতিক ও আমদানিকারকদের চাঁপাইনবাবগঞ্জে এনে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে এখানকার সুমিষ্ট আমের বিশ্বব্যাপী প্রচার ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ থেকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ যাবৎ যুক্তরাজ্য, হংকং, কানাডা, বাহরাইন, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেন এ আম রপ্তানি হয়েছে। এসব আমদানি গন্ত্যব্যের মধ্যে যুক্তরাজ্যে সর্বাধিক আম রপ্তানি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এর মাধ্যমে সংগৃহীত স্থানীয় আম উৎপাদক ও রপ্তানিকারকবৃন্দের তালিকা নির্ধারিত ফরমে চীনা দূতাবাসে ইতোমধ্যেই প্রেরণ করা হয়। সে দেশের কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদন পেলে রপ্তানি প্রক্রিয়া শুরু হবে মর্মে আশা করা যাচ্ছে।
রপ্তানি প্রসারমূলক এসব কার্যক্রমে কৃষিমন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ অন্যান্য সহযোগি সংস্থার সাথে রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করবে বলে আম উৎপাদক ও রপ্তানিকারকবৃন্দকে আশ্বস্ত করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এসময় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শুকুরুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম ও অন্যান্য পরিচালকগণসহ জেলার বিভিন্ন স্থানের আম উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.