চীনে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত-১৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। রবিবার দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রবিবার রাতে তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, “কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এতে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।”
অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.