চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ঢাকা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৩ জানুয়ারি) বারিধারার চীনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে।
বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য বলেন, ‘কিছুই জানি না।’ তবে এ বৈঠক প্রসঙ্গে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.