বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে ফরম্যাটে দুইবার হোয়াইটওয়াশের লজ্জা দিতে পেরেছে বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে কিউইদের বিপক্ষে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের।
গত বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে কেন উইলিয়ামসনের দলকে ৮ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। যেটি ছিল কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়।
এরপর চলতি মাসে সিলেট টেস্টে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে লাল বলের ক্রিকেট প্রথম জয়।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পাওয়ায় আবার সিরিজ জয়ের সুযোগ এসেছিলো বাংলাদেশের সামনে। তবে শেষ পর্যন্ত সিরিজ জেতা হলো না বাংলাদেশের। বলা যায়, ফিলিপস বাধায় সিরিজ জিততে পারেনি শান্ত-তাইজুল-মিরাজরা।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর বীরদর্পে ব্যাটিং করে দলকে লিড এনে দিয়েছিলেন এই অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ধস সামলে স্যান্টনারের সাথে জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। এই জুটিতে ভর করে কিউইরা জিতেছে ৪ উইকেটে। ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.