নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চারঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ উদ্যোগটি বিশেষভাবে শীতার্ত মানুষদের সাহায্য করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর তারা এমন মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং ব্যাংকের এই উদ্যোগকে প্রশংসা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিতরা ব্যাংকের এই মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এই উদ্যোগ স্থানীয় মানুষের মনে উষ্ণতা ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দিয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসি বানেশ্বর ব্রাঞ্চের অধীনে চারঘাট উপশাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসার ইনচার্জ তাসনিম ওয়াসিক এবং কর্মকর্তা মোঃ মাশকুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.