নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে রনি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
শুক্রবার (০৪ জুলাই) দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গত মঙ্গলবার (১ জুলাই) বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ও শিশুদেরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ভিকটিম দ্বয় অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থতার কারণ জানতে চাইলে শিশুরা তাদেরকে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়।
আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.