চাকরির বয়সসীমা বাড়াতে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা

ঢাকা প্রতিনিধি: চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তারা আরও বলেন, আমরা বয়সসীমা ৩৫ চাই, ত্রিশের বয়সসীমা থাকাতে আমরা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা কোনোটাই ঠিকভাবে করতে পারছি না। অন্যান্য সকল সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫-৩৬ থাকলেও আমাদের ক্ষেত্রেই কেন ত্রিশের বাধা?
সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।
এর আগে, গত ৬ এপ্রিল সংসদে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপাতত সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.