চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে চরপাকা ইউনিয়নের হলুদিয়া ঘাট নামক এলাকায় এবং বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজার মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। এসময় এরাদুত বিশ্বাসের টোলার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীম (২৫)কে আটক করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসি’র পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধীনস্থ ওয়াহেদপুর বিওপির স্পেশাল টাস্কফোর্স দল-০৫ (বাঁজ) কর্তৃক সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের হলুদিয়া ঘাট নামক এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় একজন অজ্ঞাত ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশীর জন্য ধাওয়া করলে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে ৩৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাগুলি মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১জন চোরাকারবারী আটকসহ ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি সদস্যরা। গতকাল ১৭ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৭টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপির স্পেশাল টাস্কফোর্স দল-০১ (চিতা) কর্তৃক সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজার মোড় নামক এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় চোরাকারবারী মোঃ ইব্রাহীমকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা। উদ্ধার ফেন্সিডিলসহ আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.