চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও আর্থিক সহায়তা প্রদান

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভা ও মৃত্যু জনিত কারণে এক কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের নিজস্ব ভবনে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সভাপতি মোঃ আব্দুল আজিজ।
সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সাধারণ সম্পাদক ও নামোশংকারবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আসলাম কবির।
স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ও কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মারিনা শিরিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ।
সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শেষে আলাতুলি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী প্রয়াত মাজদার রহমানের স্ত্রী’র হাতে সহায়তার অর্থ ৪ লক্ষ ৪৫ হাজার ২৬২ টাকা তুলে দেয়া করা হয়। এর আগে প্রয়াত কর্মচারীসহ শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের প্রয়াত সকল শিক্ষক-কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় জেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলে প্রায় ৬’শ জন সদস্য রয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.