বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষ ৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও শনিবার (১৫ই মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার কে ২ লক্ষ ৩২৮৪৮ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকালে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকগণ, সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম জনিত মৃত্যুর হার ৫০ ভাগ হ্রাস করে। ডায়রিয়া জনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করে। সুস্থ শিশু সুস্থ জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.