চাঁপাইনবাবগঞ্জে হোম করেনটাইনে ১৯০ জন ॥ বন্দর দিয়ে বন্ধ যাত্রী পারাপার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ১৯০ জন হোম কোয়ারেনটাইনে রয়েছে। এছাড়া সোনামসজিদ স্থলবন্দরসহ অন্যান্য বন্দর দিয়ে আসা সকল পাসর্পোটধারী বিদেশ ফেরতদের স্বেচ্ছায় হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেয়া হচ্ছে। সে সাথে বিদেশ ফেরতদের সবার পূর্ণাঙ্গ নাম পরিচয় সংরক্ষন করা হচ্ছে।
এদিকে আজ রবিবার বেলা ১টা থেকে ভারতীয় মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসর্পোটধারী সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সোনামসজিদ বন্দর ব্যবহারকারী সকলকে ভালভাবে চেকআপ করছে ৩ সদস্যের একটি মেডিকেল টিম। ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৩ দিন থেকে ভারত থেকে আসা সকল পাসর্পোটধারী যাত্রীর পুরো ঠিকানা সংরক্ষন করা হচ্ছে এবং সবাইকে অন্তত ১৪ দিন স্বোচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সোনামসজিদ বন্দরে আগত ভারত থেকে পন্যবাহী ট্রাক চালক ও এর সহকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া রহনপুর শুল্ক স্টেশনে ভারত থেকে আসা ট্রেনচালক, সহকারী ও ব্যবস্থাপকদের অস্থায়ী মেডিক্যাল টিম স্বাস্থ্য পরীক্ষা করছে।
সিভিল সার্জন আরও জানান, সদর হাসপাতালে ৪টি ও ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে ১০টি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।
আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত ৩২ জন ভারতীয় নাগরিক সহ ১৫৮ জন বাংলাদেশী নাগরিক কে হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জ টির্চাস ট্রেনিং ইন্সিটিউটের একটি ভবন প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, গোমস্তাপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারওয়ার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জাহান, এক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ভারত সফর করায় ভারত ফেরত ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশী নাগরিক। তিনি আরো জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি আইসোলেশন বেড তৈরি রয়েছে। এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে গত ১১ মার্চ ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এদিকে, গতকাল শনিবার থেকে ভারতের ভিসা স্থগিতের কারনে সোনামসজিদ বন্দর দিয়ে বাংলাদেশী পাসর্পোটধারীরা যেতে না পারলেও আজ রবিবার বেলা ১টা পর্যন্ত ভারতীয় নাগরিকরা ভারতে এবং ভারত ফেরত বাংলাদেশীদের ফিরতে সুযোগ দিয়েছিল ভারতের মোহদীপুর ইমিগ্রেশন সেন্টার। কিন্তু হঠাৎ করে আজ রবিবার দুপুর ১টা থেকে সব ধরনের পাসর্পোট ধারী যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতীয় ইমিগ্রেশন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.