চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার বিকেলে চৌকা বিওপির সীমান্ত বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কিরণগঞ্জ বিওপির কমান্ডার সাইফুর রহমান, চৌকা বিওপি কমান্ডার ধিরন্দ্র নাথ, বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য কামাল ও বাদশাসহ অন্যরা।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস বলেন, ঘনকুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.