চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।  আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এ বি এম রাশেদুল হাসান।

শিশু শিক্ষা নিকেতনের সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নাজমা খাতুন, শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, নিকেতনের সম্পাদক মনিম উদ দৌলা চৌধুরী, অধ্যক্ষ সুফিয়া সুলতানা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মেশবাহুল জাকের জঙ্গী, বিলকিস চৌধুরী, আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, বীর মুক্তিযোদ্ধা অব. অধ্যাপক মো. ইব্রাহীম, অব. কলেজ শিক্ষক মো. শাহ আলম, মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, নিকেতনের সাবেক অধ্যক্ষ মনসুরা বেগম ও সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানু, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক রেহেনা ফেরদৌস রীনা, মনোয়ারা খাতুন রনি, ফাহমিদা খাতুন, মো. শহিদুল ইসলাম কমল, ফাতেমা খাতুন, মদিনা খাতুন, সালমা সুলতানা, মো. আনিসুর রহমান, ফারজানা জেসমীন মিতালী। শেষে নিকেতনের মেধাবী, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, সংগীত, যেমন খুশি-তেমন সাজোসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.