চাঁপাইনবাবগঞ্জে শিশু একাডেমির এনসিটিএফ’র বার্ষিক পরিকল্পনা সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা শিশু একাডেমির বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা হয়েছে। “শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদার” এ শ্লোগানে ন্যাশনাল চিলড্রেন’র টাস্কফোর্স (এনসিটিএফ)’র চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে শহরের ফুড অফিস মোড়স্থ শিশু একাডেমি কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এনসিটিএফ’র সভাপতি হোসেন আবরার আবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. শাহ আলম, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, চেম্বারের পরিচালক মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার ভলেনটিয়ার জয় ঘোষ, পূজা ঘোষ, সেভ দ্য চিলড্রেন এর সিআরপি মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা এনসিটিএফ কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, মাসিক সভা করা, শিশু গবেষকদের মাসিক সভা, শিশু অধিকার পরিস্থিতি মনিটার করা। মূখপত্র প্রকাশ, জেলা সমন্বয়ের সাথে শিশুদের মতাবিনিময় সভা, স্মরকলিপি প্রদান, বার্ষিক কর্মপরিকল্পনা বা সভার আয়োজন করা। বাল্য বিয়ে এবং মাদকদ্রব্য বিরোধী লিফলেট বিতরণ, স্কুল লাইব্রেরীতে পড়ার আগ্রহী করার লক্ষ্যে বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা।
এছাড়া শিশুবন্ধুদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা, কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা, বিশ্বশিশু অধিকার সপ্তাহ পালন, স্কুল কমিটি গঠন করা ও সদস্য সংগ্রহ করার বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা সকল শিশুদের সমঅধিকার প্রতিষ্ঠার উপর গুরুতরোপ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.