BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট-হামলাকারী সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট-হামলাকারী সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তিনপুকুর গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে দোকান লুটপাট, ভাংচুর করায় থানায় মামলা করলেও উল্টো পুলিশি হয়রানী ও হামলাকারীদের হুমকীর বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গোমস্তাপুর উপজেলার কাজিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ অক্টোবর পূর্ব শত্রæজার জের ধরে প্রতিপক্ষের আব্দুল হালিম সওদাগর, সালিম সওদাগর, নাহিদ, মনিরুল ইসলামসহ প্রায় ২০ থেকে ২৫ জন আমার দোকানে লুটপাট, ভাংচুর ও হামলা চালিয়ে ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং দেড়লক্ষ টাকার আসবাবপত্র ভাংচুর করে।

এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করলে লুটপাটকারীদের বিরুদ্ধে থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে সোমবার দিবাগত রাতে পুলিশ এবং প্রতিপক্ষের লোকজন বাড়িয়ে গিয়ে হামলা, গালিগালাজ করে এবং আমাকে গ্রেফতার করার চেষ্টা করে। কিন্তু আমি বাড়ির বাইরে থাকায় পিতা-মাতাসহ পরিবারের সকলকে পুলিশের উপস্থিতিতে প্রাননাশের হুমকি দিয়ে যায়। এঘটনায় পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি আমরা। এঘটনার সঠিক বিচার দাবী করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মমিনুল অভিযোগ করে বলেন, ১ একর ২৯ শতক জমি নিয়ে পূর্ব শত্রæতার জেরে সালিম সওদাগর, নাহিদ সওদাগর, আব্দুল হালিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে একই উপজেলার তিনপুকুর নামক স্থানে থাকা তাদের মুদি দোকানে হামলা চালিয়ে ফ্রিজ, টিভি, চেয়ার-টেবিলসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে।

মমিনুল অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় উল্টো তাদের ভাই-বোনদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দেওয়ার চেষ্টা চলছে। প্রতিপক্ষরা আর আগে ওই জমির ধান পুড়িয়ে দেয়। পরে আবারও ধান রোপন করা হয়। বর্তমানে ধানের শীষ ফোটার সময় হলে তারা ষড়যন্ত্র করে জমি দখল করে তারের বেড়া দিয়ে দখল করে জমির ধান কেটে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

এছাড়াও পুলিশকে ম্যানেজ করে আমাদের উপর উল্টো অত্যাচার চালাচ্ছে প্রতিপক্ষ। পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে রাতের বেলায় হুমকী-ধামকী, গালিগালাজ করছে।

এ ঘটনায় তারা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এবং গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগ করার পর পুলিশ তাদের সহায়তা না করে বরং ভয়ভীতি ও গালিগালাজের মাধ্যমে হয়রানি করছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আইনি সহযোগিতার জন্য থানায় অভিযোগ করেছি। কিন্তু কোনো সহায়তা পাইনি বরং সালিম সওদাগরের পক্ষ নিয়ে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তবে, অভিযোগের বিষয়ে সালিম সওদাগর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই দোকানের মালামাল সরিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ চলছে, যা আদালতে বিচারাধীন। এখন সন্ত্রাসী দিয়ে আমাদের জমি দখলের পরিকল্পনা করছে এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে।

গোমস্তাপুর থানার ওসি ওদুদ আলম বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

এস.আই আনিসুর রহমানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশের বিরুদ্ধে যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট।

এসময় একই এলাকার মমিন উদ্দিন, সাইদুর রহমান, বাবুল ইসলাম, কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা ২য় অবস্থানে মিথিলা: ৫০ হাজার ভোট হলেই ‘মিস ইউনিভার্স’র মুকুট আসবে বাংলাদেশে রাজশাহীতে বিচারকের ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে সবকিছুর জন্য প্রস্তুত রাশিয়া ডায়াবিটিস নিয়ে চিন্তিত? সকালে উঠে ৩ পানীয়ে চুমুক দিলেই কমতে পারে সুগার এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ২ জনের মৃত্যু, নিখোঁজ-২১ মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি গাজার শাসনকাঠামো নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র–রাশিয়া, জাতিসংঘে পাল্টাপাল্টি প্রস্তাব