চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার হওয়া মোঃ পলাশ (২৯) শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘী এলাকার বড়টাপ্পু গ্রামের মোঃ কেতাবুর রহমানের ছেলে।
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকালে জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের একটি লিচু ও আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী পলাশ কে হাতেনাতে গ্রেফতার করে র্যাবের একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭.৬৫ মিঃমিঃ ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত পলাশ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মঙ্গলবার শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.