চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচু ধুমি বিশ্বাসপাড়া জনৈক পাচু মেম্বার এর মিল-চাতালের সামনে মহাসড়কের এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
১৩ মে সোমবার দিবাগত রাত (১৪ মে মঙ্গলবার) ১ টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালের উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ টি গরু মারা যায় এবং গরুর রাখার নিহত হয়।
নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে এরফান (৫৫)। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। চট্রো-মেট্রো-শ ১১-৪৬-০৭ নম্বরের একটি পাথরভর্তি ট্রাক বেপরোয়া গতিতে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার সময় শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচু ধুমি বিশ্বাসপাড়া এলাকায় মহাসড়কে রাত্রি অনুমান ১টার দিকে একজন রাখালসহ গরুর পালকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে গরুর পালের রাখাল মো: এরফান (৫৫) ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় এবং গরুর পালে থাকা গরু বাছুর মিলে সর্বমোট ৬টি গরু মারা যায়।
শিবগঞ্জ থানা সুত্র জানায়, গরুর রাখাল এরফান আলী নয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি স্বাগতম পাকা রাস্তার উপর ভিকটিম ৩০০ গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সোনামসজিদ থেকে ছেড়ে আসা ঘাতক ট্রাক পিছন থেকে এরফান আলীর উপরে এবং গরু উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলে এরফান আলীর পা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে এবং ছয়টি গরু ঘটনাস্থলে মারা যায়।
উপস্থিত লোকজন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.