বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ ৬বছর পেরিয়ে ৭ বছরে পর্দাপণ উপলক্ষে বুধবার (২৬শে ফেব্রুয়ারী) বেলা ১১ টায় মডেল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মডেল প্রেসক্লাব এর বর্ষপূর্তি উদযাপন করা হয়।
‘আধাঁর পেরিয়ে’-এই স্নোগানকে সামনে রেখে আনন্দ উৎসবে মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর ও আমার বার্তার জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু’র উপস্থাপনায় এবং মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল হক, দৈনিক ভোরের দর্পন পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধি ও স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সময় টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, গ্লোবাল টেলিভিশনের মোঃ ফারুক হোসেন, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি মোঃ রিপন জামাল, মডেল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের ষ্টার্ফ রিপোর্টার মোঃ মনোয়ার হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার মিলন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের ষ্টার্ফ রিপোর্টার মোসাঃ তাজরিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি মোঃ ইমাম হাসান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ অনিক দেওয়ান, সদস্য ও দৈনিক নিখাদ খবরের জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুল হক নাহিদ, দৈনিক নওরোজ এর মোঃ সাকিব আলী, দৈনিক সরোজমিন এর মোঃ নাইম খান সহ অন্যরা।
সাবেক মেয়র মাওলানা মোঃ আব্দুল মতিন বলেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজাবাবু একজন ভাল মানুষ, সে আমার অত্যন্ত কাছের একজন, তিনি আরও বলেন, সব সময় দেখি সে নিজে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেন। সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে মডেল প্রেসক্লাবের প্রতিটি সদস্য’র মঙ্গল কামনা করে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।
সভার শুরুতে আমন্ত্রিত অতিথিগণ ফুলের শুভেচ্ছা জানান মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু কে।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদস্য প্রয়াত এ্যাডভোকেট সৈয়দ শাহজামাল সাংবাদিকের জন্য বিশেষ দোয়া করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.