চাঁপাইনবাবগঞ্জে ভেজালবিরোধী অভিযান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
এদিন মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখায় শিমুল ফার্মেসিকে ৫,০০০ টাকা,দই পরিমানের তুলনায় কম রাখায় মিষ্টান্ন ভান্ডারে ৫০০০ টাকা, গোমস্তাপুরের চৌডালা বাজারে দুটি মিষ্টির দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ফ্রিজে পচা ও বাসি খাবার, মিষ্টি, মেওয়া, ডাল, খিচুরি, দুধের সর ইত্যাদি কাঁচা-পাকা খাবার একসাথে রাখা ও মূল্য তালিকা না প্রদর্শন করার জন্য যথাক্রমে হাসান মিষ্টান্ন ভান্ডার ও দীপা মিষ্টান্ন ভান্ডারকে ৪,০০০ টাকা ও ২,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত,দই ক্রয় করতে গিয়ে প্রতারিত হলে এক ভোক্তা অভিযোগ করেন যে, তাঁর কাছ থকে দইয়ের মাটির তৈরি পাত্র ও দই একসাথে ওজন করে ১,৫০০ গ্রামের দাম রাখা হয়েছে অর্থাৎ দই এবং মাটির পাত্রের সমান মূল্য রাখা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রশাসন তৎক্ষনাৎ এই অভিযান পরিচালনা করে।অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫% অর্থাৎ ১,২৫০ টাকা প্রদান করা হয়। অভিযানকালে অন্তত আরো ১৪-১৫ টি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.