বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা হয়েছে।
রবিবার বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।
বাল্যবিবাহ ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান অতিথি মোঃ আব্দুস সামাদ। ইউনিনেফের বাংলাদেশ কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে ধারণা তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুমান অনন্যা, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আক্তার, সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.