চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে যৌথ উদ্যোগে মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘বঙ্গবন্ধু মঞ্চ’ এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুৃক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, শিক্ষার্থী, ডিএনসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.