চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন, ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুন, দিলারা জামান বন্যা, খালেদা খাতুন, শারমিন শোভা, হাবিবা আক্তার, রুহুল আমিন, মাহফুজা খাতুনসহ বিভিন্ন নারী উদ্যোক্তা। ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলায় মোট ৬০টি স্টল রয়েছে।
মেলায় স্টলগুলোতে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।
মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি একই স্থানে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.