চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৬

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৬ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট।
জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সদ্য যোগদানকৃত) মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় গোয়েন্দা শাখা অফিসার ফোর্স বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলার শিবগঞ্জ থানার দর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
এসময় মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোঃ রজবুল এর ছেলে ধৃত মোঃ বাবু উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যায়।
এছাড়া, গত ১৫ নভেম্বর বিকেলে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এসময় মাদক কারবারী সদর উপজেলার বারো রশিয়া কাদির মড়লেরটোলার মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ বাবু বাবলু (৩২) কে গ্রেফতার করা হয়। এসময় ২জন পালিয়ে যায়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গত ২৫ নভেম্বর গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অভিযান কালে ২ জন পালিয়ে গেলেও গ্রেফতার হয়-২ নারী মাদক ব্যবসায়ী জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী মোসাঃ কাজলী বেগম (৪০) এবং একই এলাকার মৃত ফজর মোল্লার মেয়ে মোসাঃ তাসলিমা বেগম (৪৫)।
অপরদিকে, গত ২৪ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান ফোর্সসহ এক অভিযানে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী দহপাড়া এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ একই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ হামিজুদ্দীনের ছেলে নাহিদুর রহমান সাব্বির (১৯) কে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ব্যবসার সাথে জড়িত একই এলাকার মোঃ কাইউম রেজার ছেলে মোঃ মুহাম্মদউল্লাহ রিয়াদ (১৪) কে পুলিশ হেফাজতে নেয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মাদক ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করেন এবং মাদক উদ্ধারসহ কয়েকজন মাদক কারবারী গ্রেফতার হয়।
জেলায় মাদকের বিষয়ে অভিযান জোরদারসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনে অভিযান অব্যহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.