বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৯৬ কেজি ‘গাঁজা’ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ মাদক চোরাচালান চক্রের ৪ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া মির্জাপুর গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে ট্রাক ড্রাইভার মোঃ মিঠুন(৩০), একই উপজেলার চককিত্তী কালপাড়ার মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে হেলপার মোঃ আল আমিন (১৯), একই উপজেলার শাহবাজপুর বালিয়াদিঘী ধনিপাড়ার মোঃ আব্দুল আলিম এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তারেক (২৭) এবং বালিয়াদিঘী দক্ষিণপাড়ার মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু(৩০)।
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র প্রেসনোটে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার হরিপুর বোর্ডঘর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর ভোররাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়।
এসময় সিগন্যাল লাইট প্রদর্শনের মাধ্যমে ট্রাকের গতিরোধকরে ড্রাইভিং সীটে বসা ট্রাক চালক মোঃ মিঠুন(৩০) ও তার পাশের্^ বসা হেলপার মোঃ আল আমিন(১৯) কে আটক করে। ঘটনাস্থলে তল্লাশী করে ট্রাকের বেক ডালার বডির ভিতর লবনের বস্তার নিচে ৬টি প্লাস্টিকের বস্তায় প্রতিটিতে ৮(আট) প্যাটি করে সর্বমোট ৪৮(আটচল্লিশ) প্যাটিতে “গাঁজা” পলিথিনে মোড়ানো এবং কস্টেপ দ্বারা প্যাঁচানো প্রতিটি প্যাটিতে ২(দুই) কেজি করে সর্বমোট ৯৬ কেজি ‘গাঁজা’ উদ্ধার করা হয়।
অভিযানকালে CARGO TRUCK (OPEN) TATA ০১(এক)টি ট্রাক, ১৯০ বস্তা লবনসহ ট্রাক ড্রাইভার মোঃ মিঠুন ও হেলপার মোঃ আল আমিন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত ‘গাঁজার’ মূল মালিক মোঃ তারেক (২৭) এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০)।
অতপর গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী ধনিপাড়াস্থ মোঃ তারেক (২৭) এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু(৩০) কে তাদের নিজ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করা হয়। গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা পারস্পারিক প্ররোচনায় ও জোগসাজসে ‘গাঁজা’ ব্যবসার কথা স্বীকার করে এবং উক্ত গাঁজার ক্রয়কৃত মালিক মোঃ তারেক ও মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু(৩০) মর্মে তারা নিজেই স্বীকার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা গ্রেফতারকৃত আসামী মোঃ মিঠুন, মোঃ আল আমিন, মোঃ তারেক এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু এর পারস্পরিক প্ররোচনায় ও জোগসাজসে কুমিল্লা থেকে সুকৌশলে লবনের ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীরা পারস্পারিক সহযোগিতায় উক্ত গাঁজা ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার নিজেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.