BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র উদ্যোগেবাল্যবিবাহ প্রতিরোধে দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র উদ্যোগেবাল্যবিবাহ প্রতিরোধে দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘রিথিংকিং চাইল্ড ম্যারেজ’ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা বিষয়ক এক কর্মশালা হয়েছে।

“আমি কন্যা, আমি আগামী, আমি সম্ভাবনা” এই স্নোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ-এর উদ্যোগে একশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওশিন তাবাসসুম।অনুষ্ঠানে বক্তারা, বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং কমিউনিটির নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, মিডিয়াকর্মী, বেসরকারি সংস্থা, কমিউনিটি ভিক্তিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন করনীয় বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করনে অংশ গ্রহণকারীরা। এসময় বেসরকারী সংস্থা এসেডো’র নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম, ‘ডাসকো’র কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত