চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
‘স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত হবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদসহ অন্যরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। বক্তব্য রাখেন, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ ও প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়াসহ অন্যরা।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী।
আলোচনা সভায় বক্তারা, সরকারের বিভিন্ন সেবা, জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে ও মাদকের হাত হতে যুব সমাজ রক্ষা করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.