চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, আওয়ামীলীগ অফিস ভাংচুর-অগ্নিসংযোগ
বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যানার ফেসটুন পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে ও ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ব্যানারে ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগের অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে জেলা আওয়ামীলীগ অফিসে ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে।
দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি পালিত পালিত হয়।
মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে। আর এই কর্মসূচির অংশ হিসাবে ফ্যাসিবাদের চিহ্ন মোছার কাজ বৃহস্পতিবার দিনভর সারাদেশে বিদ্যমান রয়েছে।
বৃহস্পতিবার ৬ (ফেব্রুয়ারি) বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে থেকে ফ্যাসিবাদবিরোধীর সকল শক্তির আয়োজনের ব্যানারে ‘শেখ হাসিনা ও মুজিববাদের সকল আস্তানা গুড়িয়ে দাও’ স্নোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রাহিম, সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে ওয়াল্টন মোড়ে আসলে জেলা আওয়ামীলীগের জেলা কার্যালয়ের প্রবেশ মুখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দ্বায়িত্বে থাকা পুলিশ প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলেও ছাত্র জনতা ঐক্য বদ্ধ হয়ে আওয়ামীলীগ অফিসে ঢুকে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
এসময় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম এর কুসপুত্তলিকা দাহ করে।
পরে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এর বাড়ীতেও ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.