চাঁপাইনবাবগঞ্জে কারাগারে মৃত ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত এক ভারতীয় নাগরিকের মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে এই মরদেহ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।
ভারতীয় ঐ নাগরিকের নাম বিজলি কুমার রায়। সে ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের বাসিন্দা। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় বিজলি কুমার রায় মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ১৩ জানুয়ারি রাজশাহী কারাগারের মাধ্যমে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন বিজলি কুমার রায়।
১৫ জানুয়ারি দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাথমিকভাবে জানা যায়, সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।
শুক্রবার (১৪ মার্চ) মরদেহ ভারতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ভারতীয় ঐ নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে। বিজলির ছোট ভাই মরদেহ গ্রহণ করেন। এ সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে জাজিরায় আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। পরে মামলা দায়েরের পর তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়।
২০২২ সালে ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখানে বন্দি থাকা অবস্থায় তিনি অসুস্থবোধ করলে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। প
রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয় চিকিৎসার জন্য। চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজলি কুমার। আমান উল্লাহ বলেন, ১৫ জানুয়ারি মৃত্যুর দিনই সংশ্লিষ্ট সব দপ্তরে তথ্য পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.