চাঁপাইনবাবগঞ্জে এস.কে ডেন্টাল কেয়ার’র উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের বড়ইন্দারা মোড়স্থ স্কুল কলেজ রোডে নবেল ইলেক্ট্রনিক্স সংলগ্ন ভবনে এস.কে ডেন্টাল কেয়ার এর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বিকেলে ফিতা কেটে এস.কে ডেন্টাল কেয়ার এর উদ্বোধন করেন শহরের বিশিষ্ট জন সুনীল বর্মণ অরফে কানাই দা। এসময় উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. রফিকুল আলম, টিআইবি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা এরিয়া ম্যানেজার মো. শফিকুল ইসলাম, গার্ল গাইডস্ এর জেলা কমিশনার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরি চন্দ সিতু, এস.কে ডেন্টাল কেয়ার এর চিকিৎসক ডা. শতাব্দী মন্ডলসহ অন্যরা।
এস.কে ডেন্টাল কেয়ার এ জীবানুমুক্ত করণ পদ্ধতিতে দাঁত সংরক্ষন, কসমেটিক, দাঁত সংযোজন, সার্জারী, অর্থেডন্টিক, পেরিওডন্টোলজী, শিশু বিভাগে নির্ভূল রোগ নির্নয়, সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিকভাবে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, এস.কে ডেন্টাল কেয়ার এর চিকিৎসক ডা. শতাব্দী মন্ডল-শহরের বিশিষ্ট জন সুনীল বর্মণ অরফে কানাই দা ও গার্ল গাইডস্ এর জেলা কমিশনার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরি চন্দ সিতু এর পুত্রবধূ। ডা. শতাব্দী মন্ডল (বি.ডি.এস (রাজ), পি.জি.টি (প্রসথডনটিক্স). ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল এর ওরাল এন্ড ডেন্টাল সার্জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.