চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি, একটি খামার’ ও পল্লী সঞ্চয় ব্যাংক এর দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে এই ভবনের উদ্বোধন করেন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন। এই উপলক্ষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের বিশেষ অতিথি ছিলেন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নজির আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
শেষে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করেন প্রধান অতিথি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলী, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ পার্শ্ববতী জেলার মোট ২৮টি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তারা অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন বিটিসি নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে প্রথম উদ্যোগ হচ্ছে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমাজের দারিদ্রতা বিমোচন করা সম্ভব হচ্ছে। এই প্রকল্প থেকে ছোট ছোট ঋণ গ্রহণের বেকারত্ব দূর করা হয়। এই প্রকল্প থেকে ঋণের সুদের ৫ শতাংশ। যা অন্যান্য ব্যাংক বা এনজিও ঋণ প্রদানে ১৫ শতাংশ নেয়। প্রধানমন্ত্রী দেশকে স্বনির্ভর করতে নিজ উদ্যোগে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প হাতে নিয়েছেন। তাই আমরা দেশের প্রতিটা উপজেলায় একটি করে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের কার্যক্রম অফিস ভবন স্থাপন করেছি।
এই প্রকল্পের মাধ্যে ছোট ছোট উদ্যোক্তারা ঋণ সুবিধা নিয়ে স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি তাঁরা বেকারত্ব দূর করতে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছে। বক্তারা সরকারের এসব উদ্যোগের প্রশংসা করে প্রকল্পের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় এলাকার বেকার সমস্যা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.