বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের ১০ম জেলা সম্মেলন হয়েছে। ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ স্নোগানে শনিবার সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় সম্মেলনের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অব. উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুস সালাম।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ জুলফিকার আহমেদ গোলাপ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের সভাপতি এ্যাড. এবিএম সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম জীবন।
এসময় সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, সহ-সম্পাদক গোলাম মাওলা, মোঃ ইসরাইল হক সেন্টু, এ্যাড. আবু হাসিব, অধ্যাক্ষ মোঃ সাদিকুল ইসলাম, রাজশাহী উদীচী সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য সেলিনা বানুসহ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা উদীচী সংসদের সভাপতি এ্যাড. এবিএম সাইদুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও উদীচীর পতাকা উত্তোলন করেন অতিথিগণ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সভাপতি এ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শেষে সংস্কৃতি পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠান শেষ হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.