চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়তে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” শ্লোগানে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে, কলেজ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দলের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহা. দাউদ হোসেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, এনডিসি মো. আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমসহ অন্যরা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.