চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দূর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মস‚চী পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশগ্রহণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, দূর্ণীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ ফখরুল আবেদীন হিমেল, চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দসহ অন্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.