চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। অোজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ‘তথ্য আমার অধিকার-জানা আছে কি সবার’ ও ‘তথ্য আমার অধিকার-জানতে হবে সবার’ শ্লোগানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসিন মৃধা, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, জেলা সনাকের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এনজিও প্রতিনিধিগণ। সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেন, বিশ্বব্যাপী তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয়েছে।
তাই সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি সহজ করনের লক্ষে প্রত্যেক সরকারি অফিসে সিটিজেন চার্টার টাঙ্গানো ও ওয়েবসাইট হালনাগাদ করার প্রতি তাগিদ দেন জেলা প্রশাসক।
অন্যথায় সরকারি আইন ভঙ্গ করার অপরাধে আপনাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনে সহযোগিতায় ছিল সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.