চাঁপাইনবাবগঞ্জে আট বছরের শিশু ধর্ষনের চেষ্টা ॥ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আট টার দিকে এ ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ এলাকার একটি আমবাগানে। আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম রেজা নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক ধর্ষণ চেষ্টাকারী সদর উপজেলার নীমতলা ফকিরপাড়া মহল্লার মৃত আব্দুল গফুরের ছেলে সেলিম রেজা। আটক সেলিম একজন মাদকসেবী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম বিটিসি নিউজকে জানান, স্থানীয় ও স্বজনদের অভিযোগ, শিশুটি বাড়ির পাশের নীলকূঠি মাঠের একটি আমবাগানে আম কুড়াতে যায়। এসময় রাতের আঁধারে শিশুটিকে ওই আমবাগানে ধর্ষনের চেষ্টা চালায় সেলিম। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় সেলিমকে ধরে ফেলে স্থানীয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে পুলিশ। পুলিশ আরো জানায়, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে এবং এঘটনায় সোমবার রাতেই সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে এবং মঙ্গলবার দুপুরে আটক সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.