চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-৪ কেজি হেরোইনসহ যুবক ও নারী আটক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ৪ কেজি হেরোইনসহ যুবক ও নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আতাউর রহমান নামে এক যুবক কে আটক করেছে র‌্যাব। আটক যুবক ভোলাহাট উপজেলার কানারহাট গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।
রোববার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ ওই যুবক কে আটক করে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। অস্ত্রসহ আটক ওই যুবক সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে টাকার বিনিময় সরবরাহ করে আসছিল।
অপরদিকে, রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার শাহজানপুর এলাকায় অভিযান চালিয়ে চার কেজি হেরোইনসহ মোসাঃ ছাবেরা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ছাবেরা সদর উপজেলার সুজনপাড়ার মহবুল ইসলামের স্ত্রী। ছাবেরার স্বামী সুজনপাড়ার আরশাদ আলী ছেলে মোঃ মহবুল (৪৫), কৌশলে পালিয়ে যায়।
মামলায় গ্রেফতারকৃত আসামীর সহযোগী মোঃ মহবুল (৪০) কে পলাতক হিসেবে মামলা দেয়া হয়েছে। আটক হেরোইনের আনুমানিক মূল্য চার কোটি টাকা দাবি করেছে র‌্যাব। দুটি ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.