চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল রাধুনীতে পবিত্র মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান শহীদ উদ্দিন আল হাসান। সমিতির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোঃ আবুল হাসান পাটোয়ারী। পবিত্র মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা করেন ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বালুবাগান পুরাতন জামে মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মুহা. শাফায়াৎ হুসাইন ও মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-কোষাধ্যক্ষ মোঃ আবুল হোসেন, নির্বাহী সদস্য মোঃ ফাকিরুল ইসলাম, মোঃ আব্দুস সামাদ, সাধারণ সদস্য গোলাম রাব্বানী, মোঃ ফারজান আলী, আলহাজ্ব সাদরুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সাত্তার, ওলিউর রহমানসহ অন্যান্য সদস্যগণ। শেষে সমিতির সকল সদস্যগণের এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.