বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলায় এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক আনোওয়ার হোসেন।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদসহ কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কাব-স্কাউট উপকরণ বিতরণকালে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক আনওয়ার হোসেন বলেন, সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিং কার্যক্রমে যুক্ত করতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পে আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ হিসেবে একটি প্রাথমিক বিদ্যালয়ে একসেট ড্রাম, ফাস্ট এইড বক্স, পতাকা স্কার্ফসহ ২৩টি কাব-স্কাউট উপকরণ প্রদান করা হয়েছে।
জেলার ৫ উপজেলার ৩৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ স্কাউট থেকে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউড লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.